![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/08/inbound8242651210206018018.jpg)
মোঃ এনামুল হক, লোহাগড়া স্টাফ রিপোর্টার:
নড়াইল জেলায় লোহাগড়া উপজেলাধীন ইতনা ইউনিয়নের পার ইছাখালী গ্রামে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় অবস্থিত।
আর এই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রফিকুল ইসলাম। তিনি বলেন প্রতি বছরেই প্রাকৃতিক দূর্যোগের কবলে পড়তে হচ্ছে স্কুল প্রাঙ্গণ ও রাস্তাঘাট পানির নিচে দীর্ঘদিন অথাৎ ৩ মাস জুলাই আগষ্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত তলিয়ে যায়।
তিন মাস বর্ষা মৌসুমে স্কুলটিতে যাতায়াতের কোন নৌযানের ব্যবস্থা নাই। শিক্ষক ও শিক্ষার্থীরা জীবনের ঝুকি নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে। এই দুর্ভোগের থেকে অবসান বা পরিত্রাণের জন্য জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাগনের সদয় দৃষ্টি আকর্ষন কামনা করেছেন। অন্যথায় শিশুদের শিক্ষারমান উন্নয়ন এবং তাদের বিদ্যালয়ে ধরে রাখা দূষ্কর হয়ে পড়েছে।
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জলমগ্ন স্কুল প্রাঙ্গণ ও খেলার মাঠ এবং রাস্তাঘাট এর খন্ডচিত্র তুলে ধরা হইল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।