নড়াইলের লোহাগড়া উপজেলায় দরিদ্র মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল এবং দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সংশিস্নষ্ট সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে এলজিএসপি-৩ প্রকল্পের অধীন সোমবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৩০ জন ছাত্রীর মাঝে বাইসাইকেল এবং ৬০ জন দরিদ্র মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে নড়াইলের সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান,প্রধান অতিথি হিসাবে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করেন।
লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ ফখরুল হাসান, এলজিএসপি-৩ প্রকল্পের নড়াইলের কো-অর্ডিনেটর ফারজানা মুজতাহিদ,সহকারী কমিশনার(ভূমি)রাখী ব্যানার্জী, ইউপি চেয়ারম্যান কাজী বনী আমিন, নীনা ইয়াসমিন, নড়াইল জেলা ইউনিয়ন পরিষদ সচিব পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আরব আলী প্রমুখ।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, এলজিএসপি-৩ প্রকল্পের মাধ্যমে নারীদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ কার্যক্রম মূলত বর্তমান সরকারের নারী ক্ষমতায়নের অংশ।
মোঃআজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইল।
মোবাইল ঃ০১৯২০২৮১৭৮৭ /০১৭০৫১৯৩০৩০
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।