মোঃ এনামুল হক লোহাগড়া স্টাফ রিপোর্টার: নড়াইল জেলার লোহাগড়া উপজেলার সম্মেলন কক্ষে এলাকার সকল মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়|

সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায় পিপিএম(বার) মহোদয়ের নির্দেশনায় ৯সেপ্টেম্বর শনিবারে অপ্রীতিকর পরিস্হিতি এড়াতে এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার নির্মিতে আসন্ন শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে কমিটির নেতৃত্ববৃন্দের সাথে মতবিনিময় করেন|

উক্ত সভায় উপস্থিত ছিলেন জনাব তানজিলা সিদ্দিকা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নড়াইল| লোহাগড়া থানার ইনচার্জ অফিসার আবু হেনা মিলন| অফিসার ইনচার্জ লোহাগড়া থানা নড়াইল এবং বাবু প্রবীর কুন্ডু মতন সভাপতি পূজা উদযাপন কমিটি লোহাগড়া উপজেলা নড়াইল এবং বাবু পরীক্ষিত শিকদার,সাধারন সম্পাদক পূজা উদযাপন কমিটি লোহাগড়া নড়াইল|