মোঃ এনামুল হক লোহাগড়াঃ
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশ অনুযায়ী দুঃস্থ,গরীব,অসহায়,বয়স্ক ভাতা, চাউলের কার্ড, প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়াডের তালিকা করে বিতরন করার জন্য মেম্বারদের উপর দ্বায়িত্ব রয়েছে।
প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশ অমান্য করেন অধিকাংশ ওয়াডের মেম্বারগন।মেম্বারদের ভাবাপন্ন এবং নিজের মত করে তালিকা করে, বাদ পড়ে ঠিক যে সমস্ত ব্যক্তি সরকারি কার্ড পাওয়া যোগ্য- তেমনি করে বাদ পড়েছে নড়াইল জেলার লোহাগড়া উপজেলা ৮নং দিঘলিয়া ইউনিয়নের ৯নং ওয়াডের একজন হতদরিদ্র স্বল্প আয়কারক ৬৫ বছরের উর্ধের বয়স্কব্যাক্তি গোলাম কিবরিয়া বুলবুল পিতাঃমৃত আঃ ওয়াদুদ শেখ, মাতাঃ মৃত, হাচিনা বেগম, চরদিঘলিয়া পূর্বপার গ্রামের বাসিন্দা। গোলাম কিবরিয়া বুলবুলের তিনটি সন্তান নিয়ে সংসার চালানো তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।সন্তানরা বেকারত্ব অবস্থায় আছে। লেখার পড়ার তেমন কোন সুযোগ পাই নাই।তিনি বিগত জীবনে পঞ্চগড় জেলার “সুগার মিল কারখানা” সামান্যতম বেতনে চাকুরি করতেন।তিনি ২০০৩ সালে অবসর নেন। অবসর নেওয়ার পর তাকে সামন্যতম সম্মানী দেয়। গোলাম কিবরিয়া বুলবুল এখন বাড়ীতে বসে বসে সময় কাটান।দুশচিন্তায় দ্বারে দ্বারে ঘুরছেন।
বয়স্ক গোলাম কিবরিয়া বুলুবুলের দাবী সরকারের দেওয়া বয়স্কভাতা চাউলের কার্ড পাওয়ার জন্য।তিনি বলেন আমি খুবই অচল হয়ে পড়েছি কেননা দিনের দিন প্রতিটি খাবার পণ্যজাতের দাম বৃদ্ধি তাতে করে সন্তানদের নিয়ে বেচেঁ থাকা অসম্ভব।
গোলাম কিবরিয়ার সাথে কথা বলে জানা গেলো “বয়স্কভাতা এবং চাউলের কার্ড” যদি পায় তাহলে সে উপকৃত হতো সেই সাথে বেচেঁ থাকার জন্য একটি পথ ও সাহসীকতার উৎস পেত।
সর্বশেষ বুলবুলের অভিযোগ সরকার কর্তৃক জনগনের প্রতিনিধি ৮নং দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান নীনা ইয়াছমিন ও ৯নং ওয়াডের জুড়োন ঘোষ মেম্বারের নিকট উপরোক্ত বিষয় বয়স্কভাতা, চাউলের কার্ডের দাবী যেন তার নামটি নতুন তালিকাভুক্ত করেন এটাই তার প্রত্যাশা।
গোলাম কিবরিয়া বুলবুল -মোবাইল-01996-613539
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।