মোঃ এনামুল হক, লোহাগড়া স্টাফ রিপোর্টার: নড়াইল জেলার লোহাগড়া পৌরসভা নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে,লোহাগড়া পৌরতে ৯টি ওয়াড ১১টি ভোট কেন্দ্র রয়েছে, নির্বাচন নিয়ে কোন প্রকার সহিংসতা, অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, নড়াইল জেলা প্রশাসক, পুলিশ সুপার, র্যাব, বিজিবি,এনএসআই,জিডিএফআই,নড়াইল জেলার ইলেক্টিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা,এবং লোহাগড়া উপজেলা আরজেএফ কমিটির সভাপতি এবং প্রচার সম্পাদক রহমাত-ই-খোদা পর্যবেক্ষণ করেন।নড়াইল জেলা আরজেএফ সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন সজলসহ কমিটির সকলেই উপস্থিত হয়ে ১১টি কেন্দ্র পরিদর্শন করেন। এই নির্বাচনে মেয়র প্রার্থী ৩জন একজন নৌকা প্রতীক,একজন জগ প্রতীক, একজন ওয়ার্কাসপার্টি, প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন।

আজ ২নভেম্বর২০২১ মঙ্গলবার পৌরসভার ভোটগ্রহন শুরু হয়,সকাল ৮থেকে ভোটগ্রহন শুরু এবং বিকাল ৪টা পর্যন্ত।ভোট গ্রহনের শেষে আওয়ামীলীগ দলের থেকে দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বীতার ভিতর নৌকা প্রতীক সৈয়দ মসিয়ুর রহমান,স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র জগ প্রতীক মোঃ আশরাফুল আলম আশরাফ।নৌকা প্রতীক পেয়েছে-৯৫৮৫ ভোট পেয়েছেন মোট ২৯২৬ ভোটে বিজয়ী হয়েছে, স্বতন্ত্র জগ প্রতীক পেয়েছে-৬৬৫৯ ভোট পেয়ে পরাজিত হয়েছে। নড়াইলের লোহাগড়া পৌরনির্বাচনে মেয়র নৌকা প্রতীক পদে বিজয়ী হওয়ার পর আওয়ামীলীগ সহ অঙ্গসংঠন বিজয় মিছিল নিয়ে লক্ষীপাশা আওয়ামীলীগ অফিসে ভীড় করে।

পৌরনির্বাচনের ফলাফল ঘোষণা করেন লোহাগড়া উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে,উপস্থিত ছিলেন, সকল প্রশাসন সহ সাংবাদিক ও সাধারন জনগন,পাশাপাশি প্রার্থীগনের সমর্থকগন।