মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলার শালিখা উপজেলায় আড়পাড়া-শালিখা সড়কে আইয়ুবের স’মিলের নিকট সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। এলাকাবাসী জানায়,গতকাল শনিবার(১৭ জুলাই) বিকাল তিন ঘটিকায় অটোভ্যান উল্টে রিমু (২৫) নামের ঐ যুবকের মৃত্যু হয়েছে।
নিহত রিমু শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের জুনারি গ্রামের ফখরুদ্দিন সরদারের ছেলে। এসময় স্থানীয়রা আরো জানায়, নিজ গ্রাম জুনারি থেকে আড়পাড়া বাজারের উদ্দেশ্যে যাওয়ার পথে আইয়ূবের স’মিলের নিকট পৌঁছালে অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে যায় এবং রাস্তার পাশে থাকা কাঠের সাথে তাঁর মারাত্মক আঘাত লাগে।
দ্রুত তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রিমুর মৃত দেহ আজ রবিবার বাড়িতে পৌছায়।বিকাল ৪.৩০ ঘটিকায় জানাজার নামাজ সম্পন্ন করে কবরস্থ করা হয়। তাঁর এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।