মোঃ মিজানুর রহমান, খুলনা জেলা প্রতিনিধি: আজ শুক্রবার জুমার নামাজ বাদ দৌলতপুর আলিম মাদ্রাসা জামে মসজিদ ও কালিবাড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদ সহ কয়েকটি মসজিদে খুলনার দৌলতপুর বিশিষ্ট শিল্পপতি ,বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, শিক্ষানুরাগী, ও দৌলতপুর আলিম মাদ্রাসার সম্মানিত ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব ফজলুল রহমান শরীফ এর তৃতীয় পুত্রবধূর মৃত উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

আলহাজ্ব ফজলুর রহমান শরীফ এর তৃতীয় ছেলে আব্দুল্লাহ আল মামুন শরীফ এর স্ত্রী করোনয় আক্রান্ত হয়ে গত বুধবার ইন্তেকাল করেছেন। যিনি পেশায় একজন এডভোকেট ছিলেন। তিনি এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।

ছেলে একজনের বয়স ৭ বছর আরেকজনের বয়স ১১ বছর মেয়ের বয়স মাত্র ৪ বছর এই ছোট ছোট বাচ্চাদেরকে রেখে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। মহান আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, এবং তার রেখে যাওয়া ছেলে মেয়ে পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক।

এই সময় জুমার নামাজ বাদ তার রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া করা হয়।  দৌলতপুর আলিম মাদ্রাসার ইমাম ও খতিব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন মুফতি মাওলানা সেলিম রেজা দৌলতপুরী তিনি জুমার নামাজ শেষ করেন।

নামাজ শেষে দোয়া করেন দৌলতপুর আলিম মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ মাওলানা ইয়াহইয়া মোল্লা। এ সময় আরো উপস্থিত ছিলেন মাওলানা শাহ আলম গাজী ,মাওলানা আবুল হাসান, মাওলানা এস এম শওকত আলী, মাওলানা মোঃ মিজানুর রহমান সহ এলাকার বিভিন্ন আলেম-ওলামা ও মুসল্লীবৃন্দ।