রুবেল চক্রবর্তী, তজুমদ্দিন (ভোলা) : ভোলার তজুমদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র, বীরমুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে টেলিকনফারেন্সের মাধ্যমে সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন এ কথা বলেন ।

সাংসদ শাওন আরো বলেন শহীদ শেখ কামাল ছিলেন বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সংস্কৃতি আন্দোলনের অন্যতম পথিকৃৎ। মহান মুক্তিযুদ্ধ, ছাত্ররাজনীতি, সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলার মাঠ থেকে নাটকের মঞ্চ-সর্বত্র ছিল তার উজ্জ্বল উপস্থিতি। শেখ কামালের অকালমৃত্যুতে দেশের ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্র তো বটেই, রাজনীতিতেও এক অসামান্য ও অপূরণীয় ক্ষতি সাধিত হয়।

একজন সৃজনশীল উদ্যমী প্রাণবন্ত তরুণ, যিনি মহান মুক্তিযুদ্ধে অস্ত্র ধরেছেন। তিনি সংগীত, নাটক, ক্রীড়া ও সামাজিক কর্মে তরুণদের নেতৃত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছেন তাকে নতুন করে এখনকার যুব সমাজের কাছে তুলে ধরতে হবে।

শেখ কামালকে অনুসরণ করে যেন আলোর পথের দেখা পায় আজকের তরুণ প্রজন্ম। উপজেলা নির্বাহি কর্মকর্তা মরিয়ম বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা বাবু মনোরঞ্জন দে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন দুলাল, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন পোদ্দার, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন,চাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন,যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিশু, সেচ্ছাসেবক লিগের সভাপতি ইশতিয়াক হাসান, সম্পাদক মিজান পোদ্দার ও আওয়ামীলিগের অনান্য নেতৃবৃন্দ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় ব্যক্তিবর্গ।