মিজানুর রহমান মিলন, শেরপুরঃ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের বালিয়াচণ্ডি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল জব্বার হুদা (৫৫) নামে এক কৃষক ও একটি গরুর মৃত্যু হয়েছে।
মৃত আব্দুল জব্বার হুদা ঝিনাইগাতী উপজেলার বালিয়াচণ্ডি গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বালিয়াচণ্ডি গ্রামের কৃষক আব্দুল জব্বার হুদার বাড়িতে একটি গরু ছুটে আসে।
এসময় গরুটিকে তাড়াতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারের সাথে জড়িয়ে গরুটি মারা যায়। তখন গরুটিকে বাঁচাতে গিয়ে আব্দুল জব্বার হুদাও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফায়েজুর রহমান শনিবার বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে আব্দুল জব্বার হুদার লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।