মিজানুর রহমান মিলন: শেরপুর শেরপুরে জাতীয় সমাজকল্যাণ পরিষদের ২০২০-২১ অর্থবছরের আওতায় গরিব-অসহায়, দুঃস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
২৪শে জুন (বৃহস্পতিবার) সকালে শেরপুর শহরের জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুদানের চেক বিতরণ করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।
চেক বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলাম, সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি প্রমুখ।
ওই সময় আতিউর রহমান আতিক এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার সবসময় গরিব-অসহায় এবং দুঃখী মানুষের কথা চিন্তা করতেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের ছোঁয়ায় ভাসছে। এদিন শেরপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬১ জনের মধ্যে ৫ হাজার টাকা করে মোট ৩ লক্ষ ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।