শেরপুরে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের দোছরা ছনকান্দা গ্রামের নিজ বসতঘর থেকে সেলিনা খাতুন (১৬) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।
১২ আগস্ট বৃহস্পতিবার সকালে ওই লাশ উদ্ধার করা হয়। সেলিনা স্থানীয় মৃত আশরাফ আলীর মেয়ে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়াসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কিশোরী সেলিনার মা বাড়ির পাশে দোকান থেকে জিনিসপত্র ক্রয় করে বাড়িতে যাওয়ার পর সেলিনার ঘরের দরজা বন্ধ দেখেন। পরে তাকে ডাকাডাকি করে দরজা না খুললে স্বজনরা দরজা ভেঙে ঘরে ঢুকে সেলিনাকে ঘরের ধর্ণার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে সদর থানার এসআই রুবেল মিয়া ও এসআই সুমন দেবনাথ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে মনে হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কারণ জানা যায়নি।
এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ পাওয়া যায়নি। ঘটনাটি প্রাথমিক পর্যায়ে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে তার কারণ জানা যায়নি। তদন্তেই তা দ্রুত বেরিয়ে আসবে বলে আশা করছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।