শেরপুরে যুব উন্নয়ন অধিদপ্তর ০৩ মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে। ১৩ নভেম্বর শনিবার শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সকাল ১১ টায় গবাদিপশু, হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা মৎস্য চাষ ও কৃষি বিষয়ক ৩ মাস ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান যুব উন্নয়ন অধিদপ্তর যুব ভবনে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোমিনুর রশিদ মহোদয় সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড -১) মোঃ আজহারুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী মহোদয়। এছাড়াও শেরপুর পৌরসভার মেয়র, শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীবৃন্দ।
পরবর্তীতে আমন্ত্রিত অতিথিগণ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন এবং যুব উন্নয়ন অধিদপ্তর, শেরপুরের পক্ষ হতে প্রধান অতিথি মহোদয়-কে ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।