জেলা প্রতিনিধি, এস এম রাকিব: বগুড়া শেরপুর উপজেলা ৭নং ভবানীপুর ইউনিয়ন পরিষদের ঘোগা উত্তর পাড়া গ্রামের মৃত মজিবর রহমান তালুকদারের কৃতি সন্তান ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী বিপুল ভোটে জয়লাভ করলেন ফুটবল প্রতীক নিয়ে মোঃ আব্বাস আলী তালুকদার গত ১১ই নভেম্বর ২০২১ দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন জনদরদী, সমাজসেবক, সৎ-নির্ভীক, অসহায় গরিবের বন্ধু মানবতার ফেরীওয়ালা আব্বাস আলী তালুকদার।

তিনি ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন।
তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আরও তিন জন প্রার্থী ছিলেন।
ফুটবল প্রতীক নিয়ে মোঃ আব্বাস আলী তালুকদার মোট ভোট পেয়েছেন ৭০৯, নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীক নিয়ে মোঃ তরিকুল ইসলাম পেয়েছেন ২১২ ভোট, মোরগ প্রতীক নিয়ে মোঃ হাফিজুর রহমান পেয়েছেন ৬৫০ ভোট।

৭নং ভবানীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১৯১৮ টির মধ্যে গ্রহণকৃত ভোট সংখ্যা ১৫৭১টি। যার মধ্যে বাতিল কৃত ভোট 38টি।

নির্বাচনে জয়লাভ করায় এলাকাবাসী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নবনির্বাচিত মেম্বার মোঃ আব্বাস আলী তালুকদার কে এলাকাবাসী ফুলের মালা দিয়ে শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।

আব্বাস আলী তালুকদার সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের কাছে দোয়া কামনা করেন।

তিনি আরো বলেন জনগন আমাকে ভালবেসে ভোট দিয়ে জয়লাভ করিয়েছে।আমি সবসময় আমার ওয়ার্ডের সকল জনগণের পাশে থেকে সহযোগিতা করে যাবো ইনশাআল্লাহ।