শেরপুরে ইমার্জেন্সি অক্সিজেন ব্যাংক নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে ৫ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেলেন শেরপুর পৌরসভার সুযোগ্য মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। ৫ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২ টায় শেরপুর পৌরসভা মিলনায়তনে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে এই অক্সিজেন সিলন্ডারগুলো উপহার দেয়া হয়। এসময় সেই আলোচনা সভায় বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র জনাব আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সাংবাদিক মাসুদ হাসান বাদল, শেরপুর অক্সিজেন ব্যাংকের সমন্বয়ক সোহেল রানা ও জুবায়ের দ্বীপ। এসময় শেরপুর অক্সিজেন ব্যাংকের সমন্বয়ক সাংবাদিক জুবায়ের দ্বীপ বলেন, একদিন ফেইসবুকে দেখতে পাই অক্সিজেনের অভাবে বিভিন্ন জেলায় করোনা আক্রান্ত রোগীরা সংকটাপন্ন অবস্থা। তখন সিদ্ধান্ত নেয়া হয় শেরপুর জেলায় যেন এমন পরিস্থিতিতে কেউ না পড়ে। ঠিক তখনি শেরপুর অক্সিজেন ব্যাংকের যাত্রা শুরু করা হয়।

 

এসময় প্রধান অতিথির বক্তব্যে পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন বলেন, করোনা মহামারী সময়ে শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ইমার্জেন্সি অক্সিজেন ব্যাংক প্রশংসনীয় কাজ করছে। তাদের এই সেবামূলক কাজের পাশে থাকবে শেরপুর পৌরসভা এবং সেই সুবাদে তাদের হাতে তুলে দেয়া হয় ৫ টি অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন ফ্লো মিটার ও ট্রলি। এসময় বলা হয় শেরপুর ইমার্জেন্সি অক্সিজেন সবসময় করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও কাজ করবে। তাদের দেয়া হটলাইন নাম্বার ০৯৬৩৮০১৫০৫০ নাম্বারে কল দেওয়ার সাথে সাথেই তারা অক্সিজেন সিলিন্ডার নিয়ে করোনা আক্রান্ত রোগীর বাসায় পৌছে যাচ্ছেন। এই কাজে সেবা দিয়ে যাচ্ছে কয়েকটি স্বেচ্ছাসেবি সংগঠনের সমন্বিত সেচ্ছাসেবক ফোরাম।