মোঃ রাশিদুল ইসলাম,  মাগুরাঃ

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দুটি আশ্রয়ন প্রকল্পের ১০১ টি পরিবারের মাঝে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। আজ রবিবার বিকাল ৪ টার সময় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জান্নাহর উপস্থিতিতে আশ্রয়ন প্রকল্পের ক্লাব ঘরের সামনে আশ্রয়ন প্রকল্পের আওতায় থাকা পরিবার গুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়৷

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ কহিনুর জাহান , শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম টোকনসহ সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দ। হরিন্দী আশ্রয়ন প্রকল্পে থাকা সুবা রানী বলেন, আমরা গরিব মানুষ আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অভাবের সময়ে চাল, ডাল, তেল, আঠা,লবন দিয়েছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জান্নাহ জানান, শ্রীপুর উপজেলার ২ টি আশ্রয়ন প্রকল্পের মধ্যে হরিন্দী আশ্রয়ন কেন্দ্রের ৩৫ টি পরিবার ও সাচিলাপুর আশ্রয়ন কেন্দ্রের ৭৬ টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী ৫ কেজি চাউল, ২ কেজি আটা, ১ কেজি লবন, ১ লিটার তেল ও ১ কেজি ডাউল অসহায় পরিবার গুলোর মাঝে বিতরন করা হলো। আশা করি করোনা পরিস্থিতিতে পরিবারগুলোর কিছুদিনের জন্য খাদ্যের অভাব লাঘব হবে।