আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ গাজীপুরের শ্রীপুরে কর্মহীন নারীদের মাঝে ৩০টি সেলাই মেশিন ও টেউটিনসহ ঘর নির্মাণের জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
০৮/০৩/২০২১ইং সোমবার বিকেলে শ্রীপুর পৌরশহরে এমপি ভবনের মাঠে আয়োজিত আলোচনা সভা শেষে মুজিববর্ষের অঙ্গীকার নারীর হোক কর্মসংস্থান স্লোগানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ কেন্দ্রীয় কৃষকলীগের মহিলা বিষয়ক সম্পাদক এবং অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য অধ্যাপিকা রুমানা আলী টুসি কর্মহীন নারীদের মাঝে উপকরণ বিতরণ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সমাজে এখনো অনেক নারী লোকলজ্জায় কাজে আসতে পারে না। কিন্তু সে কর্মঠ, তাই এসব কর্মহীন নারীদের খুঁজে বের করে আত্মকর্মসংস্থানের জন্য প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডঃ মোঃ রহমত আলীর এমপির সহধর্মিনী নাদিরা আলীর সভাপতিত্বে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জামান, গাজীপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামিলীগ থেকে মনোনয়ন প্রত্যাশি সাবেক ইউপি সদস্য মাসুদ পারভেজ মুঞ্জু(মেম্বার), গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন, জেলা পরিষদের সদস্য আনোয়ার সরকার, জেলা যুবলীগের আহ্বায়ক সদস্য ফিরোজ আহমেদ, জেলা মহিলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহিদা সরকার, সাবেক যুবলীগ নেতা হাসান খন্দকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকু, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান। গাজীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, মোঃ রেজাউল করিম রাজু। সাধারণ সম্পাদক, মোঃ জামান সরকার। ২নং গাজীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, রিফাত মন্ডল। পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, মোঃ জালাল আহম্মেদ। কাওরাইদ ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান।
দারগাচালা আওয়ালের মোড়ের পৌর শ্রমিকলীগ নেতা আল-আমিন, বিল্লাল
মসজিদ মোড় পৌর এলাকার শ্রমিকলীগ নেতা, আকরাম হোসেন, সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।