মোঃ রাশিদুল ইসলাম, মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুর উপজেলার মহিলা ফুটবল টিম, সি.জি.এম.জি বঙ্গমাতা ফুটবল একাদশের মাঝে বিশ্বব্যাপী মহামারী করােনা ভাইরাসের ক্রান্তিকালে মাস্ক ও ফুটবল উপহার দিলেন সাবেক দারিয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, শ্রীপুর উপজেলা যুবলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা, মাগুরা জেলা পরিষদের সদস্য ও দারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আরজান বিশ্বাস (বাদশা)। রবিবার (২২-আগস্ট) বিকালে উপজেলার দারিয়াপুর ইউনিয়নের গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে কোচ ও মহিলা ফুটবল খেলোয়ারদের মাঝে মাস্ক ও ফুটবল প্রদান করেন। এ সময় গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ রজন দেব জ্যোতি ও সহকারী শিক্ষক মোঃ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এবং মে মাসের ৯তারিখে খেলোয়ারদের আর্থিক সহায়তার জন্য মাগুরা ১-আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর ও জেলা পরিষদের সভাপতি বাবু পঙ্কজ কুমার কুন্ডুর উপস্থিতিতে যুবলীগ নেতা ও জেলা পরিষদের সদস্য মোঃ আরজান বিশ্বাস (বাদশা)-র সার্বিক তত্ত্বাবধানে জেলা পরিষদের পক্ষ থেকে এক লক্ষ টাকা সংবর্ধনা অনুষ্ঠানের স্বার্থে দুস্ত খেলোয়াড়দের মধ্যে বিতরণ করা হয়। এছাড়াও তিনি প্রায়ই নিজ অর্থায়নে চৌগাছি মাধ্যমিক বিদ্যালয়, মহেশপুর মাধ্যমিক বিদ্যালয় ও গ্রামের তরুণ খেলোয়াদের মাঝে বল সহ প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে থাকেন বলে জানান এলাকাবাসী। মহিলা ফুটবল খেলোয়ারদের মধ্যে বি কে এস পিতে ১৪ জন ও জাতীয় টিমে ৯জন খেলায় অংশগ্রহণ করে। যুবলীগ নেতা ও জেলা পরিষদের সদস্য মোঃ আরজান বিশ্বাস (বাদশা) বলেন, ‘ক্রীড়াঙ্গনে যারা পেশাদার, করোনা তাদের জীবনকে দূর্বিসহ করে তুলেছে খেলোয়াড়,কোচ ও সংগঠকদের রুটি-রুজির পথ বন্ধ।

অথচ এদের অনেকেই ক্রীড়া ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক সম্মান বয়ে এনে জাতির মুখ উজ্জ্বল করেছে। অথচ আজ মহাদূর্যোগ তাদের মুখগুলো মলিন। অবশ্য একদিন এই দূর্যোগ কেটে যাবে।’ এজন্য কতদিন অপেক্ষা করতে হবে তা জানিনা। তারপরও এই দূর্যোগকালীন সময়ে কিছুটা সহায়তায় আপনাদের কষ্ঠ লাঘব হলে সাহস ফিরে আসবে। তিনি খেলোয়াড়দের মনোবল দৃঢ রাখতে সত্যেন্দ্রনাথ দত্তের কাব্য ভাষায় বলেন, ‘মেঘ দেখে করিসনে ভয়, আড়ালে ঐ সূর্য হাসে।’