দেশের দক্ষিণাঞ্চলের বাতিঘর হিসেবে খ্যাত খুলনার পাইকগাছা থানার মাহমুদকাটী অনির্বাণ লাইব্রেরীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষাবৃত্তি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।অনির্বান লাইব্রেরীর কার্যকরী সদস্য অধ্যাপক কালিদাস চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ আলহাজ্ব জনাব মোঃ আক্তারুজ্জামান বাবু। উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস ও ১৫জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১লক্ষ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আক্তারুজ্জামান বাবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা বিস্তারে ও শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।শিক্ষিত জাতিই পারে সমাজ ও সভ্যতা উন্নয়নের দিকে এগিয়ে নিতে। মননশীল জাতি গঠনে লাইব্রেরীর কোন বিকল্প নেই। তবে বেশিরভাগ লাইব্রেরী বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলেও অনির্বাণ লাইব্রেরী বহুমূখী সামাজিক কর্মকান্ডের মাধ্যমে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রত্যন্ত অঞ্চলের এ লাইব্রেরীটি নানামূখী কর্মকান্ডের মাধ্যমে অত্র অঞ্চল আলোকিত করছে। তিনি অনির্বাণ লাইবেব্রীকে অনুসরণ করে দেশের প্রতিটি এলাকায় বহুমূখী কর্মকান্ডের লাইব্রেরী প্রতিষ্ঠা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। লাইব্রেরীর সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক মোঃহায়াতুজ্জামান মুকুল উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারী,খুলনা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন বাবু,কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার,প্রভাষক স্বপন কুমার,লাইব্রেরির পরিচালনা পর্যদের নেতৃবৃন্দের মধ্যে গনেশ চন্দ্র ভদ্র,সমিরন দে,রহিমা আক্তার সম্পা,প্রভাষক আনিছুর রহমান,গোবিন্দ চন্দ্র বসু,অধ্যাপক বিশ্বনাথ ভট্টাচার্য,মানিক চন্দ্র ভদ্র সহ ইউনিয়ন আ’লীগের মিজানুর রহমান, আলহাজ্ব রফিকুল ইসলাম,সাংবাদিক স্নেহেন্দু বিকাশ প্রমূখ।

কলমকথা/হুমায়ূন