তৃণমূলের সাংগঠনিক কর্মকাণ্ডকে গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিক সফর করেছেন টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল ও সাধারন সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন।
৬ সেপ্টেম্বর (সোমবার) ভৃয়াপু,গোপালপুর,ধনবাড়ী , মধুপুর , ঘাটাইল, কালিহাতী এসব উপজেলাগুলোতে সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সন্ধায় ঘাটাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে পৌরসভা হল রুমে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইমদাত আলী মেম্বার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল, সাধাধন সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান ভিপি শহিদ, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফজলুল হক বাপ্পা, প্রচার সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান সোয়েব, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রুহুল আমীন টাঙ্গাইল শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক শিশির দাস, মামুন প্রমুখ।
সভাপরিচালনা করেন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।