মেলান্দহ উপজেলার ১০নং ঝাউগড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদপ্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা আয়োজন করা হয়েছে।
২২শে জানুয়ারি ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন কে সফল করার লক্ষে ২০ জানুয়ারী (বৃহস্পতিবার) ঝাউগড়া ইউনিয়নে ঝাউগড়া সর্বস্তরের জনগন নিয়ে মোটরসাইকেল শোডাউন আয়োজন করেন।
ঝাউগড়া ইউনিয়নের যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম আফসারী নেতৃত্বে ঝাউগড়া উচ্চবিদ্যালয়ে মাঠ থেকে শুরুহয়ে ইউনিয়ন বাজার,মোড়, পাড়া মহল্লা, আনাচে কানাচে অনন্ত ৫০০শ মোটরসাইকেল শোভাযাত্রা জাহাঙ্গীর আলম আফসারী’র বাডিতে শেষ হয়।
বক্তব্য রাখেন- জাহাঙ্গীর আলম আফসারী মা শিক্ষিকা জাহানারা, ডাক্তার আফসারী ঝিনুক, ঝাউগড়া ইউনিয়ন সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম আফসারী,৫নং ওয়ার্ড আওয়ামীলীের সভাপতি সাবেক আবুল কাশেম মেম্বার, দপ্তর সম্পাদক সোহেল রানা, ইউনিয়ন তাঁতীলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান সুজন, জামালপুর জেলা ছাএলীগের সহ সম্পাদক -মোরাদুজ্জামান মোরাদ, ওয়ার্ড় যুবলীগের সহ সভাপতি আবু বক্কর ছিদ্দিক, ৮নং ওয়ার্ড় যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ৬ নং ওয়ার্ড় যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সেলিম, ছাএলীগ নেতা অাশরাফুল ইসলাম রাজু,ওয়ার্ড় ছাত্রলীগের সভাপতি রোবেল মাহমুদ প্রমূখ।
শোডাউনে একাধিক বক্তারা বলেন ঝাউগড়ার ইউনিয়নের মাটি আওয়ামীলীগের ঘাটি, জনগনে কয়, সাধারণ সম্পাদক পদে বড়ই প্রয়োজন,-আলাম ভাই ভালো লোক সম্পাদক তিনি হোক, আলম ভাই সাধারন সম্পাদক হলে তৃণমুলে উন্নয়নে তাকে প্রয়োজন। আলম ভাই বালো লোক জয়ের মালা তাকেই দেওয়া হোক, জনগণের মনোনীত প্রার্থী ও জনগণের-রায়ের প্রত্যাশা-নিয়ে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী হয়ে মাঠে নেমেছে ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম আফসারী।
ঝাউগড়া ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক হিসাবে প্রার্থী হওয়ায় ,ইউনিয়ন-বাসীর মধ্যে একটা, উৎসাহ উদ্দীপনা আর জয়সূচক, পরিবেশ বিরাজ করছে! সমাজের চায়ের দোকান থেকে শুরু করে-হাট বাজার, আলাপচারিতা-ও ফেঁসটুন ব্যানার গেটে ছেয়ে গেছে রাস্তা ও হাট -বাজার, ওলি গলি, মোড় বলাবলি-হচ্ছে জাহাঙ্গীর আলম আফসারী এবার বিপুল জনসমর্থনে নির্বাচিত হবে বলে জানান ,ইউনিয়ন-বাসী।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।