সিরাজগঞ্জ জেলা রিপোর্টার: মোঃ শাহিন আলম। সিরাজগঞ্জের রায়গঞ্জে এক দিনের ব্যবধানে ২ নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভ ও শোকের ছায়া নেমেছে।
রায়গঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রায়গঞ্জ উপজেলার সোনারাম পশ্চিমপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে তাকমিনা খাতুনের (১৮) সাথে একই এলাকার দেবরাজপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে লাবুর বিয়ে প্রায় ৬ মাস আগে। কয়েকদিন আগে ওই গৃহবধূ বাবার বাড়িতে বেড়াতে আসে এবং বৃহস্প্রতিবার ভোর রাতে বাবার ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচিঁয়ে আন্তহত্যা করে।
পুলিশ শুক্রবার বিকেলে ঘটানস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্ন্ছো মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এদিকে একই উপজেলার বিলধামাই গ্রামের আমিনুল ইসলামের মেয়ে ও স্থানীয় হাই স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী আঙ্গরি খাতুনের সাথে একই এলাকার চান্দের পাইকপাড়া গ্রামের আব্দুল বাতেনের ছেলে নাসির উদ্দিনের (২২) কাবিন ছাড়া বিয়ে হয়।
এ বিয়ের ১২ দিন পর স্কুল ছাত্রী গৃহবধূ বাবার বাড়িতে বেড়াতে আসে এবং বৃহস্প্রতিবার দুপুরে গোসল খানায় গলায় ওড়না পেচিঁয়ে সে আন্তহত্যা করে। পুলিশ ওইদিন সন্ধ্যার দিকে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং শুক্রবার সকালে তার লাশ উল্লেখিত হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ২ গৃহবধূর আন্তহত্যার ঘটনায় তথ্য উদঘাটনের চেষ্টা চলছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।