টি.এম.মুনছুর হেলাল সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন তাঁত শিল্প এলাকা পরিদর্শন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মো. মাহমুদ হোসেন এবং তাঁত শিল্প মালিক ও শ্রমিকদের সাথে মত বিনিময় করেন।
এসময় তিনি সকল সুযোগ সুবিধা ও নানা সমস্যার কথা শোনেন। শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নে তাঁত শিল্প এলাকায় পরিদর্শন করতে আসেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন প্রধান হিসাব রক্ষক সুকুমার সাহা, বাতাঁবো ঢাকা, মো. লিয়াজোঁ অফিসার আব্দুল্লাহ আল মামুন বেসিক সেন্টার সিরাজগঞ্জ, ৮নং ওয়ার্ড সয়দাবাদ ইউনিয়নের তাঁতি সমিতির সভাপতি মো. আব্দুর রহমান, ফিল্ড সুপারভাইজার ইমরানুল হক বেসিক সেন্টার, বেলকুচি উপজেলা মাধ্যমিক সমিতির সভাপতি মো. গোলাম মওলা, বেলকুচি উপজেলার তাঁতি সমিতির প্রতিনিধি জাহিদুল ইসলাম প্রমূখ।
সিরাজগঞ্জ সদর উপজেলার তাঁত শিল্প এলাকায় পরিদর্শন শেষ করে কাজিপুর উপজেলায় বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইন্সটিটিউট স্থাপন পরিদর্শন করবেন বলে জানিয়েছেন লিয়াজোঁ অফিসার আব্দুল্লাহ আল মামুন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।