সিলেটের দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট সংলগ্ন যমুনা জ্বালানি তেল কোম্পানির ডিপোর পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অল্পের জন্যরক্ষা  পেয়েছে যমুনা ও পদ্মা তেলের দুটি ডিপো। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১০টায় আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। দুটি বসত ঘড় পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ১৫/২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। স্থানীয়রা জানান, স্থানীয় একটি সিলিন্ডারের দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই সেটি ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় যমুনা ও পদ্মা ওয়েল কোম্পানির ডিপো রক্ষা পেয়েছে।

মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা ও ফায়ার সার্ভিস সিলেটের উপ সহকারী পরিচালক খন্দকার সানাউল হক ঘটনাস্থলে ছিলেন। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটকে পুলিশ ও স্থানীয় লোকজন সহযোগিতা করেন। ফায়ার সার্ভিস থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি। তারা বলছেন এটি পরে জানানো হবে। তাৎক্ষণিক নির্ধারণ করা যায়নি।

 

কলমকথা/সাথী