রিয়াজ উদ্দিন রুবেল | নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সুবর্ণচর উপজেলাধীন সিডিএসপি-ব্রিজিং প্রকল্পভূক্ত এলাকায় ভূমিহীন পরিবারের মাঝে বন্দোবস্তীয় খতিয়ান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন জেলা প্রশাসন।
বুধবার (১ সেপ্টেম্বর) বেলা ১২ ঘটিকায় উপজেলার পরিষদ সম্মেলন কক্ষে বিভিন্ন ইউনিয়নের ভূমিহীন পরিবারের মাঝে এই খতিয়ান বিতরণ করা হয়।
এই সময় সুবর্ণচর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো: আরিফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো: মিজানুর রহমান, বিশেষ অতিথি সিডিএসপি-বি এর ভূমি বন্দোবস্তের উপদেষ্টা মো: রেজাউল করিম, উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সুবর্ণ প্রেসক্লাবের সভাপতি মো: নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মো: আবদুল কাইয়ুম, প্রচার ও দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল শিমুল, সদস্য তানভীর ইরাক, সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের সভাপতি লিটন চন্দ্র দাস’সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, ভূমিহীন’সহ অন্যান্য সদস্যবৃন্দ।
নোয়াখালী জেলা প্রশাসক মো: খোরশেদ আলম খানের সভাপতিত্বে উপকারভোগীদের হাতে প্রধান অতিথি, বিশেষ অতিথি’সহ সকলের উপস্থিততে এই খতিয়ান হস্তান্তর করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।