হতাশাগ্রস্ত হয়ে চঞ্চল চক্রবর্তী নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ছিলেন। সোমবার (১৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন রসায়ন বিভাগের ছাত্র উপদেষ্টা ড. মো. আজহারুল আরাফাত।
এর আগে, রোববার (১৪ নভেম্বর) রাতে ঘুমের ওষুধ খেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন চঞ্চল। তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ৩০২৯ রুমে থাকতেন। চঞ্চল ঝিনাইদহ জেলার সলগোপা থানার মাধবপুর গ্রামের বাসিন্দা শিবপ্রদীপ কুমার চক্রবর্তীর ছেলে।
উপদেষ্টা আজহারুল আরাফাত বলেন, আমরা সকালে জানতে পেরেছি চঞ্চল রোববার রাতে তার গ্রামের বাড়িতে (ঝিনাইদহ) আত্মহত্যা করেছেন। যতটুকু জেনেছি তার বন্ধু-বান্ধব পাস করে বের হয়ে বিভিন্ন জায়গায় চাকরি করছেন। তিনি এখনো বের হতে পারেনি। তাই হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন চঞ্চল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।