রাজশাহী দুর্গাপুর উপজেলার উপকারভোগীদের কাছে পৌঁছে দেয়া হয়েছে ঘরের চাবি, জমির দলিল, নামজারী খতিয়ানসহ অন্যান্য কাগজপত্র। উপজেলা হলরুমে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য প্রফেসর ডা: মো: মনসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বানেসা বেগম ও আলহাজ আব্দুল মোতালেব মোল্লা,
সহকারী কমিশনার (ভূমি) জনাব শুভ দেবনাথ, অফিসার-ইন-চার্জ জনাব হাসমত আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের প্রধানগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং সম্মানিত উপকারভোগীগণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মহসীন মৃধা। সঞ্চালনায় ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব বেলাল হোসেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।