![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/01/fd4eac91-b35a-4564-94a5-b21c2779cc7e_wl.jpg)
বগুড়ায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে আবাসিক হোটেল থেকে ১০ নারীসহ ১৭ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। শুক্রবার (৭ জানুয়ারি) রাতে মাটিডালীর ড্রিমল্যান্ড আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
আজ শনিবার (৮ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার এসআই সোহেল রানা।
আটককৃতরা হলেন- ফারুক মিয়া(৩০), সুজন(২৩), তরিকুল ইসলাম(২৪), রাকিব হাসান(২২), সজল আহাম্মদ(২৪), রায়হান(২৫), রাকিবুর রহমান(৩০),
লিমা(৩০), মুসলেমা(২০), শিখা(২৫), আলো(২২), সাদিয়া(২১), সালমা(১৯), শাহানা(২৯), আখতার বানু(১৯), প্রিয়া(২২) এবং আয়শা(২২)।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।