তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে গাঁজা ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার(১ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সকিনা বন বিভাগের অফিসের সামনের এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার সোনাকাটা ইউনিয়নের সকিনা বনবিভাগের পাশেই নিজ বাড়িতে গাঁজা ব্যবসায়ী শানু মিয়া(৫৫) ও তার স্ত্রী ফিরোজা বেগম প্রায় সময়ই গাঁজা বিক্রী করছিলো । এমন গোপন সংবাদের ভিক্তিতে তালতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপুসহ পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় গাঁজা ব্যবসায়ীর বাড়ির রান্না ঘরে লুকানো দুইটি প্লাস্টিকের পাত্রে রাখা ১ কেজি গাঁজা উদ্ধার করেন।
একই সাথে গাঁজা ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কাজী শাখাওয়াত হোসেন বলেন, স্বামী-স্ত্রী এলাকায় দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক বিক্রী করে আসছিলো।
এর পরিপেক্ষিতে আজ রাত দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে আমি নিজেই অভিযান পরিচালনা করে তাদেরকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।