মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া জেলার গাবতলী উপজেলার ৯টি, আদমদীঘি উপজেলার ৬টি, দুপচাঁচিয়া উপজেলার ৫ টি, শিবগঞ্জ উপজেলার ১টি ও শেরপুর উপজেলার ১টিসহ ২২ ইউনিয়নের ভোটগ্রহণ শুরু হয়েছে। আদমদীঘির সান্তাহার ইউনিয়নে ইভিএম এবং ২১ টি ইউপিতে ব্যালটে ভোট গ্রহণ হচ্ছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ একটানা ৪টা পর্যন্ত চলবে।
এদিকে, ৫ উপজেলার ২২ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২৫ জন, সাধারণ ওয়ার্ডে ৮১৪ জন ও এবং সংরক্ষিত ওয়ার্ডে ৩০৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবমিলিয়ে ২২ ইউপির ৪ লাখ ৮৯ হাজার ২৩ জন ভোটার ২৪১ কেন্দ্রের ১৪শ ৫৭ কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৪ হাজার ৮৭৭ জন এবং নারী ভোটার ২ লাখ ৪৪ হাজার ১৪৬ জন।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ্ বলেন, নির্বাচন অবাধ নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠানে প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহি ম্যাজিষ্ট্রেট সহ র্যাব, পুলিশ,আনসার সদস্যসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী জানান, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমান পুলিশ সদস্যসহ র্যাব, আনসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।