![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/11/KK-2212-1.jpg)
২৪ ঘণ্টা না পেরুতে চট্টগ্রামে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) বিকেল ৩টা ৪৮মিনিটে মৃদ ভূমিকম্প হয়।
চট্টগ্রাম আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা জহিরুল ইসলাম ভূমিকম্প অনুভূত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, এই ভূমিকম্পের মাত্রা ছিলো রিকটার স্কেলে ৫ দশমিক ৮। এটির উৎপত্তি মিয়ানমার-ভারত সীমান্তে।
শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা ও চট্টগ্রামসহ দেশে উত্তরাঞ্চল। এটির মাত্রা ছিলো ৬ দশমিক ১। একই উৎপত্তিস্থল থেকে আজ দ্বিতীয়বার ভূমিকম্প অনুভূত হয়।
এ দুটি ভূমিকম্পে দেশের কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।