মোঃ মাইনুল ইসলাম,বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি :
বাকেরগঞ্জ উপজেলা ৮নং নলুয়া ইউনিয়নের চরগজালিয়া গ্রাম, চর গজালিয়া সালেহিয়া আলিম মাদ্রাসার ভবন না থাকায় মাদ্রাসার বেহাল দশা পরে আছে ১৯৮০ সাল থেকে এর ভিতর দিয়ে তারা শিক্ষা কার্যক্রম চালাচ্ছিলেন তবে এই (কভিড ১৯) পরিস্থিতিতে প্রায় ২ বছরে সময়ের মধ্যে মাদ্রাসার টিন, কাড,বেড়া ৪০% বেশি নষ্ট হয়ে গেছে, বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের দাখিল পরিক্ষার এস্যাইনমেন্ট জমা দিতে এসে শিক্ষক ও শিক্ষার্থীদের চোখে পড়ে পরে, বর্তমানে তারা তাদের মাদ্রাসার অফিসিয়াল কার্যক্রম চালাতে অনেক কষ্ট হচ্ছে ।
সাংবাদিকরা একপর্যায়ে জানতে চাইলে মাদ্রাসার সুপার মোঃ রফিকউল্লা বলেন যে আমার এই মাদ্রাসা ১৯৭৫ইং সালে প্রতিষ্ঠিত হয়েছে -০১-১-১৯৭৬ ইং সালে এম পি ওভুক্ত হয়েছে এখানে ছাত্র-ছাত্রী ৩০০ শতাধিক মতো হবে কিন্তু মাদ্রাসার ভবন না থাকার কারণে ছাত্র-ছাত্রীরা পড়াশুনা করতে অনেক কষ্ট হয় মাদ্রাসার সুপার মোঃ রফিকল্লা বলেন সরকারের কাছে আমার অনুরোধ এই মাদ্রাসায় একটি ভবন তাড়াতাড়ি যদি না দেয় তাহলে অনেক দুর্ভোগ এ পরবে ছাত্র ছাত্রীরা তাই আমার বিনীত অনুরোধএই মাদ্রাসার ভবন পাশ করে তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণের দাবি শিক্ষক ও শিক্ষার্থীদের ।