বগুড়ায় ডাকাতির প্রস্তুতির সময় চার ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের জামিলনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার সকালে র্যার-১২ এক প্রেস বিজ্ঞপ্তির মাধমে বিষয়টি নিশ্চিত করে। গ্রেপ্তারকৃতরা হলেন- শহরের উত্তর চেলোপাড়া এলাকার মৃত নরেদ্র্র চন্দ্রের ছেলে মানিক চন্দ্র সরকার (৩৫),
আব্দুস সামাদ শেখের ছেলে রাখাল শেখ (২৭), মৃত সিরাজের ছেলে মো. সাগর (৩৫) এবং মালগ্রাম মধ্যপাড়া এলাকার মৃত তারা শেখের ছেলে আজিম শেখ (৪০)। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে র্যাব। র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার সোহরাব হোসেন জানান,
গোপন সংবাদের ভিত্তিতে জামিলনগর এলাকা থেকে ডাকাতি প্রস্তুতিকালে তাদেরকে ১টি হাসুয়া, ২টি চাকু, ১টি রশি এবং মোবাইলসহ গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।