বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:বিরামপুরের কৃতি সন্তান হুমায়ুন কবির গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের “অতিরিক্ত সচিব” পদে পদোন্নতি পাওয়ায় সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করলেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী। শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় পৌরসভা কনফারেন্স সেন্টারে ইফতার মাহফিল শেষে পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী “অতিরিক্ত সচিব” পদে পদোন্নতি পাওয়া হুমায়ুন কবিরকে সম্মাননা স্মারক প্রদান করেন।
এসময় সিনিয়র সহকারি পুলিশ সুপার বিরামপুর সার্কেল একেএম ওহেদুন্নবী,প্যানেল মেয়র আব্দুল আজাদ মন্ডল (বকুল), সাবেক সির্ভিল সার্জেন্ট ডাঃ ইমার উদ্দিন কায়েস, পৌর নির্বাহী কর্মকর্তা সেরাফুল ইসলাম, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার ও উপাধ্যক্ষ মেসবাউল হক, পৌরসভার সহকারী প্রকৌশলী (ভারঃ) আবু সোয়েব মোঃ সজল,১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান, ২নং ওয়ার্ড কাউন্সিলর নূর আলম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোজাম্মেল হক, ৬নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ন কবীর মিলনসহ আরো অনেক উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।