অপহরণ ও জোরপূর্বক ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি মো. নজরুল ইসলামকে (২০) গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার রাত সাড়ে দশটায় র্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসানের নেতৃত্ব অলিপুর শিল্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নজরুল ইসলাম উপজেলার চন্ডিপুর এলাকার জিতু মিয়ার ছেলে। র্যাব জানায়, আসামি নজরুল দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান বলেন, আসামি নজরুলকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।