নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সরকারদলীয় মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার কিছু না জেনে কারও শেখানো বুলি আওড়াচ্ছেন। পূর্বের দুই নির্বাচনে যে অভিযোগগুলো ছিল, সেগুলোই বলছেন তিনি, নতুন কোনো অভিযোগ আনতে পারছেন না।
এ সময় নৌকার প্রার্থী আইভী এক ব্যক্তিকে ইঙ্গিত করে বলেছেন, আমার বিপরীতে যিনি শক্ত প্রতিদ্বন্দ্বী তৈমুর আলম খন্দকার উনি যে অভিযোগগুলো করছেন সেগুলো সারা বছর অন্য একজন করে থাকেন।
আমি জানি না উনি কারো দ্বারা প্রভাবিত কিনা- তবে এ বিষয়ে এখন কথা বলতে চাই না। শনিবার (১ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডের বটতলা এলাকায় গণসংযোগের সময় স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি এ কথা বলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।