মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধি:বগুড়ার আদমদীঘি উপজেলার কদমা গ্রামের একটি নির্মাণাধীন বাড়িতে আজিজুল(৩২) নামের এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করছে পুলিশ ও স্থানীয়রা।স্থানীয় সূত্রে জানা যায়, আজিজুল প্রায় ১০ দিন যাবৎ ঐ নির্মাণাধীন বাড়িতে রাজ মিস্ত্রির কাজ করছিল।

মৃত্য আজিজুল বগুড়া জেলার মহাস্থান এলাকার সেকেন্দার পাড়া জিগাতলা গ্রামের জলিলের ছেলে।এ বিষয়ে আদমদিঘী থানার এস আই প্রদিপ জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।