মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে মাদক সেবন করতে নিষেধ করায় মোজাম্মেল হক নামে এক ব্যক্তিকে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় মোজাম্মেল হকের ছেলে মোমিন হোসেন থানায় মজনু (২৬) ও মনোয়ারের (২১) বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী মোজাম্মেল হক উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ গণিপুরের বাসিন্দা।
অভিযোগকারী মোমিন হোসেন বলেন, উপজেলার দক্ষিণ গণিপুর গ্রামের ফরিদ সরদারের দুই ছেলে মজনু ও মনোয়ার প্রতিনিয়ত আবু ছালের পুকুর পাড়ে বসে গাঁজা সেবন করত। আমার বাবা মোজাম্মেল হক তাদেরকে পুকুর পাড়ে বসে গাঁজা সেবন করতে নিষেধ করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে যায়। নিষেধ করার কারণে গত ৩০ সেপ্টেম্বর দুই মাদক সেবনকারী আমার বাবাকে মারধর করতে বাড়িতে আসেন।
বাড়িতে না পেয়ে বড় চাচা সিরাজুল ইসলামের সামনে আমার বাবাকে মারধর করার হুমকি দেয়। এরপর গত ৪ অক্টোবর বিকেল ৪ টায় আমার বাবা দোকানে যাওয়ার সময় পথরোধ করে তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করে আহত করেন। এসময় বাবার চিৎকারে আমার বড় চাচা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
পরে গুরুতর অবস্থায় আমার বাবাকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এর সুবিচার পেতে আমি সোমবার সন্ধ্যায় আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।
আদমদীঘি থানার উপ পরিদর্শক সোলেমান আলী বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।