মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির ঐতিহাসিক রক্তদহ বিলে অবৈধ ভাবে জাল দিয়ে মাছ শিকার সময় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ২ হাজার মিটার অবৈধ ভাদাই জাল জব্দ করে অগ্নিসংযোগে ধ্বংস করা হয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টায় উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট শ্রাবণী রায়-এর নেতৃত্বে দক্ষিন গনিপুর রক্তদহ বিল এলাকায় এই অভিযান চালানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার রক্তদহ বিলে এক শ্রেনির জেলে জাল দিয়ে বৈধ ভাবে মাছ শিকার করছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় নির্বাহি ম্যাজিস্ট্রেট শ্রাবণী রায় রক্তদহ বিলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় ২ হাজার মিটার ভাদাই জাল জব্দ করে তাতে অগ্নিসংযোগে ধ্বংস করা হয়। অভিযানে কোন মাছ শিকারিকে আটক করা সম্ভব হয়নি।