অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :

গত ৫/০৩/২২ ইং তাং : মাদক,হতাশা,বেকারত্ব দূরী করনে – “আমরাই পারি আমরাই পারবো” স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্দ্যোগে জনাব শাহিন ইসলাম,এন ডি সি; মহাপরিচালক, (অতিরিক্ত সচিব), জাতীয় গণমাধ‍্যম ইনষ্টিটিউট, তথ‍্য ও সম্প্রচার মন্ত্রনালয়,

এর সহযোগিতায় আফতাব গঞ্জ রহিমাপুর, পঞ্চাত পাড়া তে ফ্রী কম্পিউটার প্রশিক্ষন এর আয়োজন করা হয়েছে,যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফতাবগঞ্জ ৯ নং ইউনিয়ন এর চেয়ারম্যান আনোয়ারুল আযিম আনু, তিনি বলেন বেসরকারি ভাবে এরকম মহৎ কাজ যেন সামনে এগিয়ে যায় আমার পক্ষ থেকে সকল সহযোগিতা থাকবে।

বিশেষ অতিথী – মেম্বার ১ নং ওয়ার্ড একরামুল হক না উপস্থিত হতে না পারায় বক্তৃতা প্রদান করেন ফুলবাড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান – শামসুন নাহার নিরু তিনি বলেন এরকম একটা গহিন গ্রামে এ জাতীয় উদ্দ্যোগ কে সাধুবাদ জানাই। আমরা নারি আমরাই পারি। এরকম উদ্দ্যোগে নারী পুরুষ উভয়ই উপকৃত হবে। সংগঠন এর সভাপতি – সৈয়দ হাসান তারেক বলেন আমি আপনাদের কাছে কিছু নিতে আসিনি কিছু দিতে এসেছি,আমার এই কাজ করতে অনেক প্রতিবন্ধকতা করেছেন সমাজের কিছু অসাধু মানুষ যারা নিজেও ভালো কিছু করবে না অন্যকেও করতে দেবে না। যেদিন আপনারা আত্ননিরর্ভরশীল হবেন সেদিনই আমার সার্থকতা।

 

অনুষ্টান টিতে আরও উপস্থিত ছিলেন নবিনগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক দবিরুল স্যার সাহিন স্যার , সাবেক বিদ্যুৎ পরিচালক আমিরুল, স্বেচ্ছাসেবী – রোকেয়া,মরিয়ম,মিথিলা,আল আমিন,আকিবুর সাদেকুল।

 

 

কলমকথা/ বিথী