বরগুনার আমতলী উপজেলার আমতলী ইউনিয়নের নাচনাপাড়া রাস্তার সংযোগ কাঠের ব্রীজ ভেঙ্গে লাকড়ি তৈরি।এলাকাবাসী চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এ এলাকার সাথে উপজেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
গতকাল রাত ৯টার দিকে নাচনাপাড়া কাঠের পোল ভেঙে দিলেন সাবেক মেম্বার কালাম।
আমতলী ইউনিয়নের গ্রামের সড়ক পথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে বিভিন্ন শ্রেনিপেশার শতশত মানুষ ও ব্যবসায়ী মালামাল পরিবহন, রোগী, নারী ও শিশু চলাচলে ব্যাঘাত ঘটছে, যাতায়াতকারী লোকজন চরম দুর্ভোগে পড়েছে।
স্থানীয়রা জানান, গতকাল রাত নয়টার দিকে ব্রিজটি ভেঙ্গে কাঠ লাকড়ির জন্য নিয়ে যাওয়া হয়।
মুহাঃ আবদুল খালেক বলেন, প্রতিদিন এ পোল দিয়ে শতশত মানুষ ও যানবাহন চলাচল করে। ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় কোন যানবাহন চলাচল করতে পারছে না। এলাকার মানুষের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
প্রতক্ষ্যদর্শী কালাম জানান, ব্রিজটি আমি তৈরি করেছি এবং পুরাতন হয়ে যাওয়ায় ভেঙ্গে ফেলে হয়েছে পরবর্তী এটি করা হবে।
রাব্বি
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।