তাসনুবা ইসলাম মীম,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ডায়াবেটিক সমিতির শুভ উদ্বোধন বরগুনার জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।
আজ বেলা তিন ঘটিকায় আমতলী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আমতলী ডায়বেটিক সমিতির উদ্ভোদনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আমতলী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শামসুদ্দিন শানু এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভোদনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার কাওসার হোসেন, আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম হাওলাদার সহ সাংবাদিক,শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।