খান মোঃ কামরুল,অভয়নগর: আমনের ক্ষতি পুষিয়ে নিতে বোরোর মাঠে ব্যস্ত চাষিরা
আমন মৌসুমে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণের কারণে ধানের উৎপাদন খানিকটা কম হয়েছে। তবে ভালো দাম পাওয়ায় বড় লোকসানে পড়তে হয়নি অভয়নগরে চাষিদের। এবার ভালো লাভের আশায় বোরোর মাঠে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। আমন মৌসুমের মতো ধানের দাম থাকলে, কৃষকদের ভালো লাভ হবে বলে আশাবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অভয়নগর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি ২০২০-২১ অর্থবছরে অভয়নগর উপজেলায় বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে হাইব্রিড জাতের ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জমিতে। হাইব্রিড ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এখনও ধান রোপণ কার্যক্রম চলছে। এতে লক্ষ্যমাত্রার অধিক ধান চাষাবাদ হবে বলে আশাবাদ কৃষি অফিসের।