বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপন দুই ভাই। বড় ভাই বর্তমান চেয়ারম্যান আলী তৈয়ব শামীম আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন ।

আর ছোট ভাই দিগদাইড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ তরুন স্বতন্ত্র প্রার্থী হয়ে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন। চেয়ারম্যান পদে একই ইউনিয়ন থেকে দুই ভাই প্রতিদ্বন্দ্বী হয়ে নির্বাচন করায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

৬ষ্ঠ ধাপে আগামী ৩১ জানুয়ারি নির্বাচনে সোনাতলা উপজেলায় প্রথমবারের মতো ইভিএম এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বি/ সুলতানা