মোঃ শাহিন আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জ তাড়াশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী সঞ্জিত কুমার কর্মকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ নভেম্বর) সকালে তাড়াশ প্রেসক্লাব চত্বরে তাড়াশ পৌর আওয়ামী লীগের আয়োজনে আট ইউনিয়নের আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ, ছাত্রলীগসহ দলীয় নেতাকর্মীর অংশ গ্রহনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, তাড়াশ পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুর রাজ্জাক,
উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ,তিনি তার বক্তব্য বলেন তাড়াশ উপজেলা আওয়ামী লীগ কর্মীসহ আওয়ামী লীগের সকল সংগঠনের নেতা কর্মীগণ কুচক্রী, মহলের হাতে বারবার নির্যাতিত হচ্ছে। হাইব্রিট সহ জামাত বিএনপি কর্মীরা আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীর মান ক্ষুন্ন করতে চলছে তাদের গভীর ষড়যন্ত্র।
যার নমুনা পরেছে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ শ্রী সঞ্জিত কর্মকারের বিরুদ্ধে। তাড়াশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্বাস উজ্জামান, বারুহাস ইউনিয়ন আ’লীগে সভাপতি ময়নুল হক, সম্পাদক মাসুদ রানা, সগুনার সভাপতি এফএম কবির, সম্পাদক জুলফিকার আলী ভুট্রু, মাগুড়া বিনোদ ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল,
নওগাঁ ইউনিয়নের সভাপতি মোফাজ্জাল হোসেন, তাড়াশ সদরের সম্পাদক বকুল হোসেন, দেশীগ্রাম ইউনিয়নের সভাপতি জ্ঞানেন্দ্রনাথ বসাক, তাড়াশ উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা ইসলাম, তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সম্পাদক ম.ম জর্জিয়াস রুবেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম কবিরসহ আরো অনেকেই। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তরা বলেন,
তাড়াশ উপজেলা আওয়ামী লীগের বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক, তৃণমুলের আস্থার প্রতিক সঞ্জিত কর্মকারের বিরুদ্ধে সাম্প্রতিক একটি কুচক্রি মহল টাকার বিনিময়ে স্থানীয় পত্রিকায় একটি মিথ্যা সংবাদ প্রচার করেছে। এই মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। এছাড়া আগামীতে এই জনপ্রিয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করা হলে তার কঠোর জবাব দেয়া হবে বলেও বক্তরা হুশিয়ারী দেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।