হাফিজুর রহমান,তালতলী প্রতিনিধি বরগুনা: বরগুনার তালতলী উপজেলার ১ নং পঁচাকোড়ালিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজির হোসেন কালু পাটোয়ারীকে রাষ্ট্রীয় সম্মান (গার্ড অব অনার) প্রদান করা হয়েছে। জানাযার নামাজে জেলা উপজেলার আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিসহ হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।
শনিবার(২০ নভেম্বর) বিকাল ৩টার উপজেলার হাড়িপাড়া এলাকায় নিজ বাড়িতে জানাযা নামাজ শেষে পরে দাফন করা হয় । তার আগে মুক্তিযুদ্ধে অসামান্য অবদানকে স্মরণ করে তাকে গার্ড অব অনার দেয়া হয়েছে৷
গার্ড অব অনারে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার কাওসার হোসেন ও ওসি তদন্ত রফিকুল ইসলামসহ পুলিশের একটি টিম।
উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি ও পঁচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের তিন বারের নিবার্চিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ নজির হোসেন কালু পাটোয়ারী গতকাল রাতে ঢাকার হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও তিন কন্যা রেখে গেছেন।
বর্ষীয়ান রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধে সাহসী বীরের জানাযা নামাজে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। সকল শ্রেণির মানুষের ভালোবাসায় সিক্ত হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরগুনা-১ আসনের সংসদ সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও বরগুনা -২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমানসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক প্রকাশ করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।