ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদানে সুফফা ফাউন্ডেশন এর উদ্যোগে দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর ) ঈশ্বরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সামনে ক্যাম্পেইন পরিচালনা করা হয়। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্যাম্পেইন পরিচালিত হয়। এতে সার্বিক সহযোগিতা করছে ” ঈশ্বরগঞ্জ পরিবার”।

রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন শিক্ষার্থী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এবং ‘স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদানে সুফফা ফাউন্ডেশনের এটি খুব ভালো একটি উদ্যোগ, যার ফলে আমরা অনেকে ব্লাড গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি আমাদের জন্য কিংবা আমাদের কোনো রিলেটিভের জন্য রক্ত লাগলে তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবো। এ সময় ক্যাম্পিং কার্যক্রমে সহায়তা করেছে রক্তদানে আমরা ময়মনসিংহ টিম।

ঈশ্বরগঞ্জ পরিবার গ্রুপের এডমিন রাজিব আল-আমীন বলেন, সারা দিনে প্রায় ৫০০ লোকের ব্লাড গ্রুপ নির্ণয় করতে সক্ষম হয়েছি এবং সকলের সহোযোগিতায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সফল ভাবে সম্পন্ন করতে পেরেছি।

মোঃ ইসহাক
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ
০১৯১০২০৭৪৫৪