মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ছবি/দৈনিক কথা কথা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ২০২১ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে আজ শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে ঈশ্বরগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী খেলায় দুটি দল অংশগ্রহণ করে। রাজিবপুর ইউনিয়ন বনাম আঠারোবাড়ি ইউনিয়নের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেনের খেলাটি উদ্বোধন ও সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এ কে এম ফরিদউল্লাহ ও মহিলা ভাইস চেয়ারম্যান পলি আক্তার, ঈশ্বরগঞ্জ থাকার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার টিটুন বিশ্বাস, একাডেমি শিক্ষা অফিসার আবু হানিফা সহ সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ প্রমুখ।
ঈশ্বরগঞ্জ উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) খেলায় মোট ১২টি দল অংশগ্রহণ করবে। আগামী ৩/০৬/২০২১ ঈশ্বরগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে টুনামেন্টর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মোঃ ইসহাক
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ
০১৯১০২০৭৪৫৪
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।