রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গল্পগৃহ রিসোর্টে শুক্রবার ছুটির দিনে ঢাকা থেকে টেলিভিশনের অভিনয় শিল্পীরা একটি নাটকের শুটিং করতে যান। সেখানে শুটিং দেখতে মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে।

করোনা শনাক্তের রেকর্ডের দিনে সেখানে মানুষ একে-অপরের সঙ্গে গাদাগাদি করে দাঁড়িয়ে অভিনয় দেখতে থাকেন। তাদের উপচেপড়া ভিড়ের কারণে সেখানে স্বাস্থ্যবিধি ছিল উপেক্ষিত। অধিকাংশের মুখে কোনো মাস্ক ছিল না।

শুক্রবার বিকালে গিয়ে মানুষের গাদাগাদির এমন চিত্র দেখা যায়।

ঢাকা থেকে আসা নাটকের এক কর্মকর্তা বলেন, ১০০ পর্বের একটি সিরিয়ালের জন্য একটু সুন্দর পরিবেশে শুটিং করতে এসেছি; কিন্তু মানুষের ভিড়ের কারণে শুটিং করতে খুব সমস্যা হচ্ছে।

ঘুরতে আসা দর্শনার্থী রফিকুল ইসলাম বলেন, ভাবলাম ছুটির দিন তাই স্ত্রীকে নিয়ে বিকালে গল্পগৃহ রিসোর্টে এসেছি। এসে দেখি মানুষের যে পরিমাণ ভিড়, তাতে করোনা এখান থেকে তৈরি করা সম্ভব।

অপর দর্শনার্থী পাশের বাসিন্দা চাঁদনী বেগম বলেন, বিকালে ছুটির দিন ভেবে একটু বাড়ি থেকে বের হয়ে গল্পগৃহ রিসোর্টে এসে দেখতে পেলাম সেখানে থাকা দোলনায় মানুষ গাদাগাদি করে বসে আছেন। এভাবে মানুষের চলাচলে করোনা সংক্রমণ আরও বাড়বে বলে জানান তিনি

 কলমকথা/রোজ