উৎসবমুখর, শান্তিপূর্ণ পরিবেশে চলছে গাইবান্ধা ও সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচন

মো:শামসুর রহমান হৃদয়
গাইবান্ধা প্রতিনিধিঃ

উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আজ গাইবান্ধা ও সুন্দরগঞ্জ পৌর নির্বাচনে ভোট গ্রহন সকাল ৮টা থেকে শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ হবে। ঘণ কুয়াশা ও তীব্র শীতকে উপেক্ষা করে ভোট কেন্দ্র গুলোতে ভোটারের উপস্থিতি উপচে পড়েছে। এজন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এদিকে রিটানিং অফিসার জানান, নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় আনসার, পুলিশ, বিজিবি ও র‌্যাব নিরাপত্তায় কাজে নিয়োগ করা হয়েছে।

এদিকে গাইবান্ধা পৌরসভায় মেয়র পদে ৮ জন, সংরক্ষিত মহিলা পদে ১৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে সুন্দরগঞ্জ পৌরসভায় মেয়র পদে ৭, সংরক্ষিত মহিলা পদে ১১ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এনির্বাচনে এ দুটি পৌরসভায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পাটি সহ স্বতন্ত্র প্রার্থীরা অংশ গ্রহন করছে।

এ নির্বাচনে গাইবান্ধা পৌরসভায় মোট ভোট সংখ্যা ৫১ হাজার ৩শ’ ৮৭ জন। এরমধ্যে পুরুষ ২৪ হাজার ৫শ’ ৫৯০ জন এবং নারী ভোটার ২৬ হাজার ৭শ’ ৯৭ জন। ৯টি ওয়ার্ডের ৩১টি কেন্দ্রের ১শ’ ৫৩টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সুন্দরগঞ্জ পৌরসভায় মোট ভোট সংখ্যা ১৪ হাজার ৭১ জন। এরমধ্যে পুরুষ ৬ হাজার ৮৬৩ জন এবং নারী ভোটার ৭ হাজার ২০৮ জন। ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের ৪৪টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।