আবুল হাশেম, রাজশাহী প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলার ৮ নং দুড়দুড়িয়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা উৎসব মুখর পরিবেশে তার দায়িত্ব গ্রহণ করলেন।
সোমবার(১৭ই জানুয়ারি)দুপুরে দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন চত্বরে উক্ত দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা বলেন,আমি মনে করি জনগনের ভোট নিয়ে ঘরে বসে থাকা নয়,সাধারণ মানুষের পাশে থাকার জন্য নির্বাচিত করেছেন।জনগনের একজন সেবক হয়ে আমি সারা জীবন দুড়দুড়িয়া ইউনিয়ন বাসীর পাশে থাকতে চাই।অত্র ইউনিয়নের রাস্তা ঘাট স্কুল/কলেজ মাদ্রাসা মন্দির সবকিছুর উন্নয়ন করে একটি আধুনিক ইউনিয়ন গড়তে চাই।
আধুনিক দুড়দুড়িয়া ইউনিয়ন গড়ার প্রত্যাশা নিয়ে সবার সহযোগিতায় যতদিন বেঁচে আছি ততদিন কাজ করে যেতে চাই।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,দুড়দুড়িয়া স্কুল এন্ড কলেজর অবসর প্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান,মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজর প্রভাষক হীরেন্দ্রনাথ মন্ডল হিরু,বীর মুক্তিযোদ্ধা এমরান আলী প্রমুখ।
এ সময় অত্র ইউনিয়ন পরিষদের সকল নব নির্বাচিত মেম্বার,মহিলা মেম্বার,ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ যে,গত ২৮ নভেম্বর ২০২১ ইং তারিখে দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে তোফাজ্জল হোসেন তোফা আনারস মার্কা প্রতীক (বিদ্রোহী) নিয়ে ৬ হাজার ১২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ (ঘোড়া-বিএনপি)পেয়েছেন ৪ হাজার ৪৯৩ ভোট। আব্দুল হান্নান সরকার নৌকা(আ’লীগ)পেয়েছেন ৩৭০০(++)।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।